টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫

আগের সংবাদ

তীব্র গরমে বাড়ছে রোগবালাই : স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, কৃষিকাজে ক্ষতির আশঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির আভাস

পরের সংবাদ

শিক্ষাবৃত্তি পেল মধ্যপাড়া খনির শ্রমিক সন্তানরা

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে মধ্যপাড়া পাথরখনি শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন শিক্ষার্থীদের মাঝে এ অর্থ তুলে দেন।
এছাড়া মধ্যপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের হাতে শিক্ষক-কর্মচারীদের ধারাবাহিক আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
উল্লেখ্য, মধ্যপাড়া খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানি জার্মানিয়া করপোরেশন লিমিটেড ও বেলারুশের ট্রেস্ট এসএস নিয়ে গঠিত জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) অধীনে কর্মরত খনিশ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর প্রত্যেককে প্রতি মাসে নগদ ১ হাজার টাকা প্রদান করে আসছে। একই সঙ্গে নন-এমপিও (সম্প্রতি এমপিওভুক্ত) মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা হিসেবে প্রতিমাসে ৫০ হাজার প্রদান করছে। ২০২০ সাল থেকে নিয়মিতভাবে এ অর্থ প্রদান করা হচ্ছে। তাছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিটিসি খনি এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
এজন্য খনির গেটের সামনে পার্বতীপুর-মধ্যপাড়া-ঢাকা মহাসড়কের পাশে স্থাপন করা হয়েছে ‘জিটিসি চ্যারিটি হোম’। চ্যারিটি হোম থেকে পুরুষ ও মহিলা অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক সপ্তাহে পাঁচ দিন সর্বসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা দিয়ে আসছে। জিটিসি খনি এলাকায় সামজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়