টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫

আগের সংবাদ

তীব্র গরমে বাড়ছে রোগবালাই : স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, কৃষিকাজে ক্ষতির আশঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির আভাস

পরের সংবাদ

ফটিকছড়ির আ.লীগ কর্মী খুনিদের গ্রেপ্তার দাবি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়ির দাঁতমরা ইউনিয়নে আ. লীগ কর্মী, সৌদি প্রবাসী মাসুদুর রহমান হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভা গতকাল রবিবার সকালে স্থানীয় বালুটিলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা আ. লীগ নেতা সরোয়ার উদ্দিন, নুরুল আলম, আবুল কাশেম মেম্বার।
স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর সভাপতিত্বে এবং মীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলম মাস্টার, ওমর কৈয়ম ওসমানী, এডভোকেট মিহির কুমার দে, যুবলীগ নেতা আব্দুস শুক্কুর, সেলিম সরকার, জয়নাল আবেদীন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাসুদ হত্যার পর এলাকাবাসী আটক করে দুই আসামিকে পুলিশের হাতে তুলে দিলেও এখন পর্যন্ত পুলিশ আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তারা। মাসুদ হত্যায় জড়িত অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বালুটিলা বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন স্থানীয় আ. লীগ কর্মী মাসুদুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়