মিরপুরে জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

বঙ্গবাজারে আগুন : ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনে জমা পড়েছে ২ কোটি টাকা

পরের সংবাদ

ব্রাইট মেমোরি ইনফিনিটি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আকাশ থেকে গোপনে নেমে আসে ভিনগ্রহের অদ্ভুত প্রাণী। হাতে ভয়ংকর অস্ত্র। বিষয়টি প্রথম নজরে আসে সুপারন্যাচারাল সায়েন্স রিসার্চ অর্গানাইজেশনের। ঘটনা জানতে এজেন্ট শেলিয়াকে পাঠায় সংস্থাটি। ঘটনাস্থলে পৌঁছে ভিনগ্রহের শত্রæদের দেখে প্রথমে চমকে যায় শেলিয়া। কারণ, মানুষের আদলে তৈরি ভয়ংকর চেহারার দৈত্যাকার শত্রæদের সঙ্গে রয়েছে ভয়ংকর অস্ত্র। হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে তারা। আর তাই দেরি না করে একাই ভিনগ্রহের শত্রæদের ওপর আক্রমণ চালায় শেলিয়া। ‘ব্রাইট মেমোরি: ইনফিনিটি’ গেমটিতে শেলিয়ার চরিত্রে খেলাতে হবে। গেমের শুরুতেই দুই ধরনের শক্রর দেখা মিলবে। একদল শত্রæর সঙ্গে আধুনিক সমরাস্ত্র থাকলেও অন্যদের রয়েছে তলোয়ার। শেলিয়াকে দেখতে পেয়ে হঠাৎ করে আক্রমণ করে শক্ররা। একসঙ্গে এতগুলো শক্রর আক্রমণ ঠেকানো সম্ভব নয়, তাই শেলিয়া নিজের অবস্থান পরিবর্তন করে গোপনে আক্রমণ চালাতে থাকে। গেমটিতে শত্রæদের ধরন ও অবস্থান বুঝে রাইফেল, স্নাইপার, হ্যান্ডগান এবং শটগান ব্যবহার করতে হবে। অস্ত্র নির্বাচনে ভুল হলে শত্রæদের সঙ্গে লড়াইয়ে টিকে থাকা যাবে না। গেমটির বিভিন্ন অংশে নদী ও পাহাড়ে যুদ্ধ করতে হয়। শুধু তাই নয়, রাতে বৃষ্টির মধ্যে যুদ্ধ করতে হওয়ায় সতর্ক না হলেই হেরে যেতে হবে। তবে একাধিক স্পেশাল পাওয়ার ব্যবহারের সুযোগ থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় গেমটিতে। এফওয়াইকিউডি স্টুডিওর তৈরি গেমটির গ্রাফিকস খুবই উন্নতমানের। ফলে গেম খেলার সময় সিনেমা দেখার অনুভূতি পাওয়া যাবে।

খেলতে যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১০
প্রসেসর: ইন্টেল ইথ্রি-১২৩০ ভি২/এএমডি এফএক্স ৮৩৫০
র‌্যাম: ৮ গিগাবাইট
ভিডিও কার্ড: এনভিডিয়া জিটিএক্স (৪ জি)
ধারণক্ষমতা: ১৩ গিগাবাইট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়