দুর্গাপুর : বিজিবির গুলিতে যুবক নিহত আহত ২

আগের সংবাদ

৩০০ আসনেই ব্যালটে ভোট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পরের সংবাদ

নাবিকের কমিটি ঘোষণা : সভাপতি শিহাব সাধারণ সম্পাদক আবদুল্লাহ হাসান

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সামাজিক আন্দোলন ‘নাগরিক বিকাশ ও কল্যাণ’ (নাবিক)-এর কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩১ মার্চ রাজধানীর একটি রেস্টুরেন্টে তরুণ পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সভাপতি ও তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি গঠিত হয়।
কমিটির সহসভাপতি ব্যারিস্টার মুসতাসীম তানজীর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ বুরহান উদ্দিন ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম রনি ও জয়নাল আবেদীন শিশির, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস ওয়াহিদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বাহাউদ্দিন ফয়েজি, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সাহদাত মো. সায়েম, সমাজ কল্যাণ সম্পাদক লিমন হোসেন, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক জুবায়ের সরকার, অর্থ সম্পাদক আবু হানিফ নোমান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট তানভীর আলম খান, দপ্তর ও সামাজিক যোগাযোগবিষয়ক সম্পাদক আফাক আহমেদ, মানবাধিকার সম্পাদক আনাস ইবনে মুনির, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মো. রুহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা জান্নাত পিংকি এবং ছাত্র কল্যাণ সম্পাদক শিবলী সাদিক তালুকদার। কার্যকরী সদস্য অপু এন গোমেজ, এডভোকেট মাহফুজুর রহমান, প্রকৌশলী আমিনুল ইসলাম রানা, এডভোকেট তৌফিক শাহরিয়ার খান, মো. আরিফুর রহমান, ওমর ফারুক তমাল ও মুসফিক উস সালেহিন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়