১০৪ কোটি টাকা আত্মসাৎ : হোমল্যান্ড লাইফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আগের সংবাদ

মনোনয়নে আ.লীগের গুরুত্ব তৃণমূল : চ্যালেঞ্জে শতাধিক এমপি, চাপের মুখে সাংগঠনিক সম্পাদকরা, জেলার পর উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক

পরের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ১৮১ কোটি টাকা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকঅল বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬৬ লাখ ৪৯ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮১ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেকিট বেনকিজার লিমিটেডের। কোম্পানিটি ৬৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইউনিলিভার কনজিউমার কেয়ার ৩১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাইফ পাওয়ারটেক ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজ ১ কোটি ৫৩ লাখ, আলহাজ টেক্সটাইল ১ কোটি ৮৭ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৬ কোটি ৫৬ লাখ, এসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ১ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৪৫ লাখ, জেমিনি সি ৫ কোটি ৭ লাখ, এইচ আর টেক্সটাইল ১ কোটি ৪৩ লাখ, মতিন স্পিনিং ৭ কোটি ৫১ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ১ কোটি ২৮ লাখ, ওরিয়ন ফার্মা ৬ কোটি ৪৩ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ, সি পার্ল বিচ ১ কোটি ৭৬ লাখ, সোনালি পেপার ৫ কোটি ৯৪ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
দর বাড়ার শীর্ষে জেমিনি সি ফুড : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেমিনি ফুড লিমিটেড। শেয়ারটির দর ৪২ টাকা ৫ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ১০৭ বারে ৯ লাখ ৯ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৪৭ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা বা ৬.৫৯ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি, ইউনিক হোটেল, বিডি থাইফুড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালি আঁশ ও মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ লিমিটেড।

নগদ লভ্যাংশ পাঠাল ম্যাকসন্স স্পিনিং : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়