১০৪ কোটি টাকা আত্মসাৎ : হোমল্যান্ড লাইফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আগের সংবাদ

মনোনয়নে আ.লীগের গুরুত্ব তৃণমূল : চ্যালেঞ্জে শতাধিক এমপি, চাপের মুখে সাংগঠনিক সম্পাদকরা, জেলার পর উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক

পরের সংবাদ

বুজি গো

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

(মানিকগঞ্জের আঞ্চলিক ভাষার মুক্তিযুদ্ধের কবিতা)

এহনও তুমার লাইগা মনডা আকুপাকু করে বুজি,
গুইদাকালে তুমারে দেইখ্যা ফ্যাল ফ্যালিয়া চাইয়া থাকতাম,
কত ডক আছিলা তুমি
তুমার গতরডা আছিলো দুধের মতো ধলা
আর চাঁন-জুসনার নাগাল ফকফকা,
কালা কাজলের চোক দুইডা তুমার
কত কতা কইতো হারাবেলা।

তুমি হ্যাইসলে ডালিমের কুয়া খুইল্যা পড়তো।
কতজনে বিয়া করতে চাইছিলো।
কাওরে বিয়া কল্লা না,
দ্যাশে মুক্তিযুদ্ধ আইলো, তুমিও ঝাপাইয়া পল্লা,
কুনে যে গেলা যুদ্ধের নয় মাসে,
কেও তুমারে খুঁইজ্যাও পাইলো না।
বিজয়ের দিনে হগ্গলে ফিরা আইলো,
তুমি আইলা না।
পরে হুনলাম, পাকিরা তুমারে নির্যাতন কইরা
মাইরা ফালাইচে।
এহন এ্যালাকার মাইনষে কয়,
তুমি বীরঙ্গনা নারীর খেতাব পাইচো।
এ্যাতে কার কি অইছে, বুজি?
তুমার মায় এহনো কাঞ্চি কোনাত বইয়া
কান্দে, আর কান্দে-খালি কান্দে
চোক দুইডারে আন্ধা কইরা ফালাইছে।

বছর বছর বিজয়ের দিনডা আইলেই
বুজি, তুমার কতা যে মনে পড়ে,
হুদা আমি না, বেবাকেই তুমার কতা কয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়