ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৭৫তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েকজন সম্মানিত পরিচালক ওই সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। ওই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতী শাহেদ রহমানী। সভায় শরীয়াহ্ নীতিমালার আলোকে ব্যাংকের বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, এম. কামাল উদ্দিন চৌধুরী, মু. ফরীদ উদ্দীন আহমাদ, ব্যারিস্টার মো. আরিফুর রহমান, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, মিসেস জেবুন নাহার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ এবং ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব মাওলানা মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়