বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যার দর বাড়ার শীর্ষে

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। শেয়ারটির দর ৬ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯১০ বারে ৭ লাখ ২৮ হাজার ৫৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ৬.৮৫ শতাংশ।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, বিডি অটোকার্স, ইস্টার্ন হাউজিং, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ, বাটা সু ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়