বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

দরপতনের শীর্ষে জুট স্পিনার্স

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। শেয়ারটির দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৬.৭৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল কোম্পানির শেয়ার সর্বশেষ ২৪৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪ বারে ৩ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
হাক্কানি পাল্প এন্ড পেপার লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৫.১৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩৩ টাকা ২০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, বেঙ্গল উইন্ডসোর, প্রাইম ব্যাংক, জিলবাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ইমাম বাটন লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়