বিশ্বের সর্ববৃহৎ ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস

আগের সংবাদ

ভোটের হাওয়ায় জোটের মিশন

পরের সংবাদ

ভারতের অরুণাচল : চীনের অংশগ্রহণ ছাড়াই জি-২০ জোটের বৈঠক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দুদিনের জি-২০ সম্মেলনে অংশ নেয়নি চীন। ইটানগরে ২৫ ও ২৬ মার্চ এই সম্মেলন হয়। সম্মেলনের শিরোনাম ‘জি-২০ রিসার্চ ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং’। সম্মেলনের উদ্যোক্তা ছিল ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর এই জোটের অন্যতম সদস্য চীন। দেশটি কেন অরুণাচলের সম্মেলনে যোগ দেয়নি, সেই ব্যাখ্যা ভারত সরকার দেয়নি। ভারতের সরকারি সূত্র জানায়, বিভিন্ন দেশের অর্ধশতাধিক প্রতিনিধি দুদিনের সম্মেলনে অংশ নেন। কিন্তু চীনের কোনো প্রতিনিধি সম্মেলনে ছিলেন না। সম্মেলনের পর প্রতিনিধিরা অরুণাচল প্রদেশের বিধানসভা ভবন পরিদর্শন করেন। তারা ইটানগরের একটি বৌদ্ধমঠও ঘুরে দেখেন।
অরুণাচলে সম্মেলন করার বিরুদ্ধে চীন আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছিল কিনা, সে বিষয়েও ভারত সরকারের দিক থেকে কিছু বলা হয়নি। অন্যদিকে সম্মেলনে অনুপস্থিত থাকার বিষয়ে চীনও কোনো কারণ দেখায়নি।
সম্মেলনে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা থেকে কী বেরিয়ে এল, তা প্রকাশ করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্মেলনের তথ্য সংগ্রহের অনুমতি গণমাধ্যমকর্মীদের ছিল না।
অরুণাচল প্রদেশ নিয়ে ভারত-চীনের বিবাদ দীর্ঘদিনের। চীন মনে করে, অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। ভারতের বক্তব্য, অরুণাচল প্রদেশ তার অবিচ্ছেদ্য অংশ।
চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লিতে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হয়। সেই সম্মেলনে অবশ্য চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং যোগ দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বর থেকে জি-২০ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। এক বছর মেয়াদি এই দায়িত্ব পাওয়ার পরই ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল, দেশের ২৮ রাজ্য ও কেন্দ্র শাসিত ৮ অঞ্চলের সর্বত্র জি-২০ জোটের বিভিন্ন সম্মেলন করা হবে।
সেই ঘোষণা অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ অরুণাচল প্রদেশে সম্মেলন হলো।
আগামী মে মাসে জম্মু-কাশ্মিরে আরেকটি সম্মেলন হওয়ার কথা। আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন বসবে।
জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে জি-২০ জোটের যে সম্মেলনটি হওয়ার কথা, তার আলোচ্য বিষয় ‘সংস্কৃতি’। এই সম্মেলনে কারা যোগ দেবে, আর কারা দেবে না, তা এখনো নিশ্চিত নয়।
জম্মু-কাশ্মিরে যাতে জি-২০ জোটের সম্মেলন না হয়, সে জন্য পাকিস্তান তৎপর রয়েছে। ‘বিতর্কিত’ স্থানে জি-২০ সম্মেলন না করতে ভারতের ওপর চাপ সৃষ্টির জন্য জোটের সদস্য চীন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান মনে করে, প্রস্তাবিত স্থানে সম্মেলনটি হলে জম্মু-কাশ্মিরের ওপর ভারতের দাবি প্রতিষ্ঠায় তা সহায়ক হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়