বিশ্বের সর্ববৃহৎ ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস

আগের সংবাদ

ভোটের হাওয়ায় জোটের মিশন

পরের সংবাদ

গজারিয়ায় আগুনে ক্রেন পুড়ে ছাই

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়ায় চালিত মালামাল লোডিং আনলোডিং একটি ক্রেনে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। গজারিয়া ফায়ার সার্ভিস, গজারিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

পুড়ে যাওয়া ওই ক্রেনের অপারেটর মো. আরমান (৩৫) জানান,
ক্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। ক্রেনটির মালিক চট্টগ্রাম জেলার ইমরান হোসেন। গত দুদিন বাউশিয়া পাখির মোড় এলাকায় বিদ্যুতের টাওয়ারের মালামাল লোডিং আনলোডিং-এর কাজ করেন তিনি। গতকাল দুপুরের দিকে কাজ শেষে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় রওনা দেন। পথে আনোয়ার সিমেন্ট সিট কোম্পানির সামনে ক্রেনের ইঞ্জিনে আগুন লাগে। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ক্রেনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ ক্রেনটি পুড়ে ছাই হয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়