১ মিনিট ‘ব্ল্যাকআউট’ : আলোর মিছিলে গণহত্যার স্বীকৃতি দাবি

আগের সংবাদ

পাঠ্যবই কেলেঙ্কারি : গোয়েন্দা নজরদারিতে ৪ কর্মকর্তা

পরের সংবাদ

প্রিয় যে স্বদেশ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

যেদিকে তাকাই দেখি সবুজের ভূমি
মন মাঝে বেজে চলে বাঁশি ঝুমঝুমি।
পাখিদের গানটান ভালো লাগে খুব
মন আমার সহসা ভাবে দেয় ডুব।

রাতের আকাশে জাগে চাঁদ ও তারা
জোছনাটা দেখে দেখে মন দিশেহারা।
নদনদী বয়ে চলে দূর বহুদূর
বড় বেশি ভালো লাগে সোনা রোদ্দুর।

ঝিরিঝিরি বাতাসে ঘুম এসে পড়ে
স্বপ্নেরা ধরা দেয় হৃদয়ের ঘরে।
অনাবিল ঝিলমিল সকালের রবি
তাই দেখে দেওয়ানা বাউল আর কবি।

ফুল ফোটে সুরভিত ফুল বাগিচায়
গুঁইসাপ লেজ নেড়ে যায় নিরালায়।
সব মিলে শান্ত গোটা পরিবেশ
সুখে প্রেমে একাকার প্রিয় স্বদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়