১ মিনিট ‘ব্ল্যাকআউট’ : আলোর মিছিলে গণহত্যার স্বীকৃতি দাবি

আগের সংবাদ

পাঠ্যবই কেলেঙ্কারি : গোয়েন্দা নজরদারিতে ৪ কর্মকর্তা

পরের সংবাদ

ঠিকানা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশ এসে যায় ভাবতে গেলে মায়ের কথা,
দেশ এসে যায় ভাবতে গেলে গাঁয়ের কথা।
মাতৃভূমি যতই আমার দূরে থাকে,
ততই আমার গান কবিতার সুরে থাকে।

ভেতর বাহির হৃদয় আমার জুড়ে থাকে,
আলোর পাখি আমায় স্বপ্নপুরে ডাকে।
দেশ পেয়েছি আঁধার রাতের বাঁধন ছিঁড়ে,
নাও ভিড়েছে লড়াই শেষে আপন তীরে।

সফলতা পেতে হলে লড়তে হবে,
সবাই মিলে স্বপ্ন ভূমি গড়তে হবে।
মধুর মতো মায়ের ভাষা মুখে আমার,
মায়ের মতো দেশ রেখেছি বুকে আমার।
স্বপ্ন আশার ভালোবাসার দেশ ঠিকানা,
বাংলা আমার শুরু এবং শেষ ঠিকানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়