তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

ডিআরইউতে স্ক্রিনিং ক্যাম্প : দেশের ২৫ শতাংশ মানুষ থায়রয়েড রোগে আক্রান্ত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের ২৫ শতাংশ মানুষ থায়রয়েড রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে এই রোগ সম্পর্কে মানুষের ধারণা নেই। শিশুদের মেধা বিকাশের জন্য এই রোগের সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিনামূলে থায়রয়েড স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠানে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম। থায়রয়েড টাস্ক ফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করে ডিআরইউ।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।
থায়রয়েড চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সদস্যদের অনুরোধে আগামী ২৫ মে আবারো এই রোগের স্ক্রিনিং করানো হবে বলে ক্যাম্পে জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়