তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

টুইচের সিইও হচ্ছেন ড্যান ক্যানসি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০৮ পূর্বাহ্ণ

আমেরিকান ব্রডকাস্টিং সংস্থা টুইচের নতুন সিইও হতে যাচ্ছেন ড্যান ক্যানসি। অ্যামাজনডটকম ইনকরপোরেটেডের মালিকানাধীন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও এমমেট শিয়ায় সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেন এবং সিইও হিসেবে ড্যান ক্যানসির নাম প্রকাশ করেন। এরই মধ্য দিয়ে প্লাটফর্মটিতে সিইও পদে শিয়ারের ১৬ বছরেরও অধিক সময়ের যাত্রা শেষ হয়। টুইচ ইন্টারেক্টিভের বর্তমান প্রেসিডেন্ট ড্যান ক্যানসি ২০১৯ সাল থেকে প্লাটফর্মটির সঙ্গে যুক্ত আছেন। বিদায়ী সিইও এমমেট শিয়ার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, শিগগিরই সিইও হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ক্যানসি। তবে সিইও পদ ত্যাগ করলেও অ্যাডভাইজার হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছেন শিয়ার। রয়টার্সের তথ্যমতে, গত বছর টুইচের চিফ অব গেøাবাল ক্রিয়েটর কনস্ট্যান্স নাইট দায়িত্ব থেকে সরে যান। এরপর সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি কনটেন্ট ক্রিয়েটরদের আয়সংক্রান্ত নীতি সংশোধন করে। ঘোষণা করা হয়, শীর্ষ কনটেন্ট ক্রিয়েটররা প্রথম ১ লাখ ডলার আয়ের ৭০ শতাংশ পাবেন। সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়