সিপিডির সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ¦ালানি নীতি বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ : মতিয়া চৌধুরী, সংসদ উপনেতা

পরের সংবাদ

বলিউডে ফিরলেন দিয়া

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাস্তায় মাইলের পর মাইল হেঁটে চলেছেন লক্ষাধিক মানুষ। উদ্দেশ্য একটাই, কঠিন সময়ে বাড়ি ফেরা, কাছের মানুষের কাছে যাওয়া। কিন্তু বহু মানুষের পথ ফুরিয়ে গিয়েছে পথেই। বাড়ি ফেরা আর হয়নি। অসুস্থতা, অনাহার অথবা দুর্ঘটনা … প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের। করোনা পরিস্থিতি, লকডাউন আমাদের সামনে তুলে ধরেছিল এক মর্মান্তিক জীবনের ছবি, জীবনধারার ছবি, কড়া বাস্তবের ছবি। পরিযায়ী শ্রমিকদের সেই কঠিন পরিস্থিতি আর লড়াইয়ের গল্পকেই পর্দায় নিয়ে আসছেন অনুভব সিনহা। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, ভূমি পেডনেকর ও দিয়া মির্জা। ছবির নাম ‘ভিড়’। মাতৃত্বের পর এই ছবির হাত ধরেই বলিউড ছবিতে ফিরলেন দিয়া। কিন্তু কড়া বাস্তবকে তুলে ধরা এই ছবিতে অভিনয়ের আঁচ ব্যক্তিগত জীবনেও পড়েছিল দিয়ার। বাড়িতে ছোট্ট ছেলেকে ছেড়ে অভিনয়ে আসতেন তিনি। এমনকি মুম্বাইতে মায়ের কাছে ছেলেকে রেখে সফরও করতে হয়েছিল দিয়াকে। পর্দায় তার চরিত্র যেমন ফুটিয়ে তুলতে হয়েছিল বিচ্ছেদের যন্ত্রণা, তাকে যেন অন্তর দিয়ে অনুভব করতেন দিয়া। নিজের জীবনেও যদি এমন পরিস্থিতি হয়? ভয় পেতেন অভিনেত্রী। দিয়া বলছেন, ‘৬ মাসের ছোট্ট অভ্যানকে বাড়িতে রেখে আসা আমায় মানসিকভাবে ঠিক সেই পরিস্থিতির মধ্যেই ফেলেছিল, যেটা আমায় পর্দায় ফুটিয়ে তুলতে হতো। এমন লোকেশন বা পরিস্থিতিতে আমরা শুটিং করতাম, যেখানে আমার সঙ্গে অভ্যানকে রাখা সম্ভব ছিল না। মুম্বাইয়ের বাড়িতে মা আর বৈভবের কাছে রেখে এসেছিলাম অভ্যানকে। ৬ মাসের খুদের থেকে এই প্রথম এতদিন দূরে থাকলাম আমি। গোটা পরিস্থিতিটা আমার জন্য মোটেই সহজ ছিল না। বরং বলব, শুটিংয়ে এই কাজটাই সবচেয়ে কঠিন ছিল আমার জন্য।’
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়