নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

চৌগাছায় ভবন থেকে ইট পড়ে মেয়ে নিহত, মা আহত

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা (যশোর) থেকে : যশোরের চৌগাছায় জামায়াতের সেক্রেটারির নবনির্মিত ৪তলা ভবনের ইট পড়ে শ্রেয়া বালা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা বুলি বালাও আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর শহরের বিএনপি অধ্যুষিত মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রেয়া বালা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকর বালার মেয়ে এবং চৌগাছার রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের এসকে মজুমদারের বাড়িতে ভাড়া থাকেন।
ভবনটির পাশের ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, সকাল ১০টার দিকে শ্রেয়া প্রাইভেট পড়া শেষে মায়ের হাত ধরে মাইক্রোস্ট্যান্ডে জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমানের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই বাড়িতে কর্মরত শ্রমিকদের হাত থেকে প্রায় ২০/২৫টি ইট তাদের মাথার উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে মা-মেয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শ্রেয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। যশোর চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে শ্রেয়ার মৃত্য হয়। মৃত্যুর বিষয়টি কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মোসফেকুর রহিম নিশ্চিত করেন। উল্লেখ্য, এই মাইক্রোস্ট্যান্ড একটি ব্যবসায়িক ও জনবহুল রাজনৈতিক এলাকা। মাইক্রোচালক তরিকুল বলেন, ৭-৮ দিন আগে আমার গাড়ির ওপরও ইট পড়েছিল। সে সময় তাকে বললেও কোনো কাজ হয়নি।
শিশু শ্রেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ক্ষোভের সঙ্গে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জিজ্ঞাসা করেন, যে কোনো ভবন নির্মাণের সময় জনসাধারণের জানমালের নিরাপত্তা দেখার দায় কাদের?
ভবন নির্মাণের বিষয়ে চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, এই ব্যক্তিকে আমি নিজে কয়েকবার ডেকে নিয়ে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করেছি। একবার তার বাড়ি নির্মাণ বন্ধ করেছিলাম। সর্বশেষ তাকে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করতে বলেছি। কিন্তু তিনি কোনো কথাই মানেন না।
স্থানীয়রা জানালেন এই জামায়াত নেতাকে তার ভবন নির্মাণের সময় জনসাধারণের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতে বার বার অনুরোধ করা হয়েছে। আক্ষেপ করে এক জামায়াত নেতা বলেন, তাকে সাবধানতার বিষয়ে অনুরোধ করেও কোনো কাজ হয়নি। লোকটা একটু বেয়াদব টাইপের।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে এই প্রতিবেদকের কাছে জামায়াত সেক্রেটারি জিল্লুর রহমানও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, শ্রমিকদের কাজের সময় এই দুর্ঘটনা ঘটেছে। তাহলে এর দায় কার প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি। কিছুক্ষণ পর শ্রেয়ার মৃত্যুর খবর শুনে পালিয়ে যান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়