ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

মহাকাশে নির্মিত সিনেমা ‘দ্য চ্যালেঞ্জ’

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : আগে মহাকাশ কেবল সামরিক ও লোমহর্ষক অভিযানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণের বিষয় হলেও বর্তমানে এর সীমান্ত প্রসারিত হয়ে ব্যবসা, পর্যটন ও চলচ্চিত্র পর্যন্ত চলে গেছে। মহাকাশ ব্যবসা ও পর্যটনে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চলচ্চিত্র জগতে প্রথম চমকটা দেখিয়েছে রুশ নির্মাতারাই। এরই মধ্যে ২০২১ সালে মহাকাশে শুট করা প্রথম ফিচার ফিল্ম ‘দ্য চ্যালেঞ্জ’র ট্রেলার গত ৭ মার্চ প্রকাশ করেছে রুশ নির্মাতারা। এতে সিনেমার যেই প্লট দেখানো হয়েছে, তাতে সার্জনের ভূমিকায় অভিনয় করেছেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। সেখানে দেখানো একজন নভোচারী স্পেসওয়াক করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তাকে হার্ট সার্জারি করতে হবে। কিন্তু পৃথিবীতে ফিরিয়ে আনার মতো অবস্থায় সে আর নেই। আর সেই অসুস্থ নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন সত্যিকারের মহাকাশচারী ওলেগ নোভিতস্কি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘ইয়োলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও’, রাশিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান রাশিয়া’, দেশটির মহাকাশ সংস্থা রসকসমস। রসকসমস এক বিবৃতিতে বলেছে, ‘চলচ্চিত্রটির লক্ষ্য রাশিয়ার মহাকাশ কার্যকলাপকে জনপ্রিয় করার পাশাপাশি মহাকাশচারী পেশাকে মহিমান্বিত করা।’ ‘দ্য চ্যালেঞ্জ’ চলচ্চিত্রটি ১২ এপ্রিল মুক্তি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়