মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

ইপিবির প্রতিবেদন : অপ্রচলিত বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে তৈরি পোশাক রপ্তানির বাজার বহুমুখী করার যে চেষ্টা তার ফলাফল পাওয়া শুরু হয়েছে। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের প্রচলিত বাজার ইউরোপ-আমেরিকার বাইরে অপ্রচলিত বাজারগুলোয় রপ্তানি বাড়ছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানে ২০২২-২৩ অর্থবছরে জুলাই-জানুয়ারিতে রপ্তানি হয় ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৭ মিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ৩৩ দশমিক ৪৪ শতাংশ বেশি।
আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৩ হাজার ৬৬৭ দশমিক ১২ মিলিয়ন ডলারের তৈরি পোশাক।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে মালয়েশিয়া ৯২ দশমিক ৭৭ শতাংশ, মেক্সিকো ৪২ দশমিক ৭০ শতাংশ, ভারত ৫৮ শতাংশ, তুরস্ক ৮৪ দশমিক ২২ শতাংশ, ব্রাজিল ৬৪ দশমিক ১৪ শতাংশ ও দক্ষিণ কোরিয়া ৩৭ দশমিক ৩৯ শতাংশ।
জানা গেছে- নতুন বাজার সৃষ্টিতে সরকার রপ্তানিকারকদের প্রণোদনা দিচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন- উদ্যোক্তারা চেষ্টা করছে এ সব বাজারের চাহিদা বিবেচনা করে পোশাকের ধরণ ও মানে ইতিবাচক পরিবর্তন আনতে।
পরিবর্তন আনছে পণ্য উৎপাদনে। এর ফলে গত কয়েক বছরে ধরেই অল্প অল্প করে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পাচ্ছিল- তা কিছুটা লক্ষ্য করা যাচ্ছিল। চলতি বছরে জুলাই-জানুয়ারি এই প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসাবে বিবেচনা করছি। আগামীও এটা অব্যাহত থাকবে থাকবে বলে আশা করা হচ্ছে।
ইপিবির তথ্য মতে- ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি ১৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার থেকে সেটি ১৩ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইউরোপের বৃহত্তম বাজার জার্মানিতে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ শতাংশ প্রবৃদ্ধিসহ ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে। স্পেন ও ফ্রান্সেও রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৮ দশমিক ১৮ শতাংশ এবং ১৮ দশমিক ৭৪ শতাংশ।
ইইউর অন্যান্য প্রধান দেশ ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইডেনে রপ্তানি যথাক্রমে ৫৭ দশমিক ৫০ শতাংশ, ৩২ দশমিক ৯৩ শতাংশ, ৩২ দশমিক ৪১ শতাংশ ও ২৩ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৪ দশমিক ৪৭ শতাংশ এবং ১৯ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে অপ্রচলিত বাজারে রপ্তানি ৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪ দশমিক ৮৯ বিলিয়ন ডলার হয়েছে।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯৮ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২২-২৩ সালের জুলাই-জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
পোল্যান্ডেও আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭৯ শতাংশ রপ্তানি কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়