জি এম কাদের : ইভিএম ভোট চুরির আধুনিক মেশিন

আগের সংবাদ

বিকৃতির ঝুঁকিতে বাংলা ভাষা

পরের সংবাদ

ভোরের পাখিরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তোমরা কোথায় যাও বলো তো আমাকে!
দরজা খোলা গাড়ির ভেতর হেলান দিয়ে বসে
আমি তোমাদের উড়ে যাওয়া দেখি

খুব দূরে যেও না তোমরা, ফিরে আসো
দুলে দুলে। এখানে তোমাদের স্বজনেরা আছে
এই উপকূলে!

ক্রমেই সূর্য ওপরে উঠবে, আর মহাজীবনের
গল্পগুলো উষ্ণ হয়ে উঠবে দিনের আলোয়

ভোরের পাখিরা, তোমরা এসব কথা
শুনতে চাও না বুঝি
তাই উড়ে যাও অসীমের সংশয়ে!

আমি রোদচশমা চোখে দিয়ে বসে থাকি
আশায়, কখন পাখসাটে ভরে উঠবে চারপাশ
ভোরের পাখিরা, তোমরা অবিশ্রান্ত ঢেউয়ের
ওপর দিয়ে কতদূর যাও?

আমি তোমাদের উড়ে চলা দেখি
একটা উদাসীন পাথরের ওপর বসে থাকি আমি
দোদুল্যমানতার কাঁটা মাথায় নিয়ে
একটা ঠান্ডা গাছের গুঁড়িতে বসে থাকি আমি!

– সরকার মাসুদ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়