জি এম কাদের : ইভিএম ভোট চুরির আধুনিক মেশিন

আগের সংবাদ

বিকৃতির ঝুঁকিতে বাংলা ভাষা

পরের সংবাদ

মনে মনে মন গুলে কবিতা বানাই

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মন
শুধু
মন,
মনে
মনে
মন,
মন অগণন,
মন সর্বক্ষণ।
ঘুমিয়ে পড়ার আগে জেগে ওঠো মন।
মনে মনে মন। মন ওরে মন।
জেগে জেগে মন,
তোমাকে দেখাবো আমি
জগতের কবিতা ভুবন।
ব্রহ্মাণ্ডের তাবৎ কবিতা
মনে মনে আমি আর তুমি
লিখে রাখি মনের অক্ষরে।
ঘরে ঘরে চরাচরে
আমাদের
মনের
স্বাক্ষরে।
মন, শুধু মন।
এক মন দুই মন
মন সর্বমন,
মন ওরে মন,
যখন তখন।
মন থেকে
মনোজন্ম
যদি অগণন,
জলেস্থলে
নীলে ঝিলে
মন শুধু মন।
প্রাণীধ্যানী
জ্ঞানীমন,
পাখিমন,
আঁখিমন,
মন শুধু মন।
বিলমন, চিলমন,
ডানামন, সাঁতারিয়া মন।
মন উড়ালিয়া। শঙ্খচূড় মন।
… বিন্দুমন,
… সিন্ধুমন,
… সিন্দুকের মন,
… মন,
… মন,
… শুধু মন
কবিতা মনের সৃষ্টি,
মনও কবিতার;
মন আর কবিতার
রূপ নিরাকার;
অকবিতা মনহীন,
সে নয় আহার।
কে কে বলো
ধরেছো কবিতা?
কে কে বলো
ইচ্ছেমতো
শিখেছো কবিতা?
যে মন ধরেছে মন
সেই শুধু মনোমতো
লিখেছে কবিতা।
মন যদি মন গিলে খায়
ত্রিভুবন সুখে দুখে
কবিতা বানায়।
মন নাই,
কবিতাও নাই।
মন শুধু মনের সানাই।
মনে মনে মন গুলে
কবিতা বানাই।
নাই,
নাই,
নাই;
কবিতার
আর কোনো
উপাদান নাই

– মুহম্মদ নূরুল হুদা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়