জি এম কাদের : ইভিএম ভোট চুরির আধুনিক মেশিন

আগের সংবাদ

বিকৃতির ঝুঁকিতে বাংলা ভাষা

পরের সংবাদ

রাষ্ট্রভাষা বাংলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি, কেউ কি ভুলতে পারি।
রাষ্ট্রভাষা বাংলার স্লোগানে, ছাত্র-জনতার আন্দোলনে
সবাই বিভোর পলাশফোটা রক্তরাঙা শিমুল বনে, ঢাকা শহর তপ্ত দুপুর এক স্বপনে।
একটা চাওয়া, দেশের ভাষা (পূর্ব বাংলার), মায়ের ভাষা কেবল হবে বাংলা।
সব বাঙালির মনের কথা, মোদের ভাষা, প্রানের ভাষা শুধুই হবে বাংলা।
হাত রেখে হাত, কাঁধ রেখে কাঁধ, দামাল ছেলে রাজ-পথের দখল নিলো।
অট্টহাসি হাসলো গদি, উর্দু হবে রাষ্ট্রভাষা, পূর্ব বাংলা’র সব মানুষ’তো চাষা।
বাংলা ছাড় এই দাবি’তে কাঁপলো শহর, উত্তেজনা অষ্টপ্রহর, ভয় পেয়ে সব অস্ত্রধারী,
হুকুম নিলো, ছাড়তে গুলি, মারতে হবে, বলবে যারা, বাংলা হবে বুলি।
তাই’তো তারা চাইলো নিতে মায়ের ভাষা কাড়ি।
সালাম, বরকত, রফিক, শফিউল জব্বারসহ
নাম না জানা আর অনেকে শহীদ হলো, বুকের তাজা রক্ত দিলো,
সেই আত্মত্যাগে ১৯৫২’র একুশে ফেব্রুয়ারি, কেউ কি ভুলতে পারি।
মৃত্যুকে তারা করেছে উপেক্ষা একসাথে হয়ে সারি।
ক্ষ্যাপা বাঙালি দিয়েছিল ডাক, গণজাগরণের, কেউ’তো তখন করেনি চিন্তা জীবন মরনের।
অবরুদ্ধ তখন ঢাকার প্রধান সড়ক, বুঝলো জিন্নাহ’র দোসর খাজা নাজিমুদ্দিন, ভাবতে পারেনি দেখতে হবে, এমন চরম দুর্দিন।
আবার ভাবে পাগলা’কে তো সাঁকোর খবর দেয়া যাবে না, এই বাঙালি, অধিকার ছাড়া, মাথা নোয়াবে না।
তাই’তো শেষে জাতি পেলো গর্ব করা মায়ের ভাষা, দিনটি ছিল ১৯৫৪’র ৭মে,
সেই সূচনা, বাংলাদেশের লাল পতাকার বীজ লুকানো তাতেই, ভাষার জন্যে এমন লড়াই, কেউ করেনি আগে।
সেই ভাষা আজ বিশ্ববাসী, সবার কাছে অগ্রগামী
সেই হিসেবেই সবাই যে তাই মেনে নিলো।
আ মরি বাংলা ভাষার সম্মানে ২১ ফেব্রুয়ারি ২০১০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেলো।
ধন্য আমি, মাগো তোমার চরনতলে জন্ম আমার, এই দেশেতেই আমি যেন মরতে পারি, বাংলা ছাড়া অন্য কোথাও এই জীবনে আর হবে না, আমার বাড়ি।
এই দেশেরই মাটি ছাড়া আর দিবে না তোমার এই পাগল ছেলে, কোথাও পাড়ি।
আর না হলে, দিও তুমি এই জনমে আমার সাথে তোমার আড়ি।
মরে গেলে রেখো আমায়, এই সবুজের শ্যামল ছায়ায়,
ফুটবে যেথা শিউলি, বেলি, কৃষ্ণচূড়া আর চামেলী
দোয়েল কোয়েল ডাকবে সেথায়, দিবানিশি প্রতিদিনই,
সেটাই হবে দুই ভুবনের স্বপ্নসিঁড়ি।

– মো. নাহিদ পারভেজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়