আত্মসমর্পণ করে জামিন পেলেন ইরফান সেলিম

আগের সংবাদ

পদযাত্রা-সমাবেশ ঘিরে সংঘাত : আ.লীগ-বিএনপি নেতারা ছিলেন স্ব স্ব জেলার কর্মসূচিতে > আহত শতাধিক, গাড়ি ভাঙচুর

পরের সংবাদ

গানের সঙ্গে বসবাস মীমের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহরিন সুলতানা মীম- সুরের মানুষ, গানের মানুষ। গানের হƒদয়ে হƒদয় রেখে হাঁটছেন দূরে-বহুদূরে যাওয়ার প্রত্যয়ে। ‘এক চোখেতে হাসন কাঁন্দে আরেক চোখে লালন’ গান গেয়ে লালন ভক্তদের মন জয় করেছেন মীম। তিনি বন্ধুদের সঙ্গে করা গান ফেসবুকে আপলোড করেন। অতপর ভাইরাল হয়ে আলোচনায় আসেন। ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মীম। লালনগীতি বেশি গাওয়ার কারণে ‘লালনকন্যা’ নামেই পরিচিতি পান। স্বপ্নের পরিধি আরও প্রসারিত করতে যুক্ত হন- আরটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’তে। মীমের মেধামনন দিয়ে ৪র্থ স্থান দখল করেন। পেছনের সবকিছু পুঁজি করেই তার এই গানযুদ্ধ। গানযুদ্ধ, শ্রোতাদের মন জয়ের গল্প এবং বর্তমান ব্যস্ততা নিয়ে মীম বলেন- ‘শীতকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় বন্ধ। টুকটাক স্টেজ শো করছি, পরিবারকে সময় দিচ্ছি। কিছু পরিকল্পনা করছি- নিজেকে কীভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাব। আমি আসলে সব সময় গান নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি।’
মৌলিক গান নিয়ে কোনো চিন্তা আছে কিনা- জানতে চাইলে মীম বলেন, ‘একজন শিল্পীর পরিচয় তার মৌলিক গান। ইচ্ছা আছে এ বছরে মৌলিক গান নিয়ে কাজ করার। নিজের ভালো দিকগুলোকে ধারণ করে খারাপ দিকগুলো শুধরানোর চেষ্টাও থাকবে। সর্বোপরি নিজেকে ভালো মানুষ এবং নিজের সৎ ইচ্ছাগুলোর পূর্ণতা দিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব। সবার দোয়া চাই।’
বিভিন্ন চ্যানেল থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখান থেকে অনেক শেকড়ের গান উঠে আসে। তবে তিক্ত হলেও সত্য, বর্তমান প্রজš§ শেকড়ের গান থেকে দূরে। তাই লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন- এমন মন্তব্য করে মিম আরো বলেন, ‘বর্তমান অনেক সময় শেকড়ের গানগুলোই বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা মোটেই কাম্য নয়। আমরা লোকসংস্কৃতিতে সমৃদ্ধ। সুতরাং, লোকসংস্কৃতি রক্ষায় আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।’
জীবনের উত্থান-পতনেও গান তাকে ছাড়েনি। তিনি গানের মাঝে নিজের সুখ খুঁজে পান। তার স্বপ্ন শুধুই গান নিয়ে। তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’-এ শুরু থেকেই মীমের সুরে মুগ্ধ বিচারকগণ।
মীমের মেধামনন দিয়ে ৪র্থ স্থান দখল করেন।
‘বাংলার গায়েন’র জার্নি নিয়ে বলেন, ‘বাংলার গায়েন জার্নিটা আমার কাছে স্বপ্নের মতো। আমি কখনো ভাবিনি বাংলার গায়েনে আমার যাত্রা এত দীর্ঘ হবে, এত গুণী মানুষের সংস্পর্শ পাব, এত মানুষের ভালোবাসা পাব। সব মিলিয়ে বাংলার গায়েন আমার কাছে আবেগ, অনুভূতি আর ভালোবাসার সংমিশ্রণ। কৃতজ্ঞতা আরটিভির প্রতি- এ রকম একটি পারফর্ম করে মেধা যাচাইয়ের সুযোগ করে দেয়ার জন্য।’
সবার কাছে দোয়া চেয়ে মীম বলেন, ‘এ পথে হাঁটার জন্য শ্রোতারাই আমাকে সাহস জুগিয়েছে, নিজের অদম্য ইচ্ছা আর পরিশ্রম সবকিছু যোগ হয়েছে এই সাহসের প্রতি। তাদের প্রতি একটাই কথা, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসায় রাখবেন। এ পথে যখন এতটা পথ পাড়ি দিয়েছি, আমার এ চলার পথ দীর্ঘ হোক, সেই শুভকামনায় রাখবেন।’

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়