স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ২২ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

আগের সংবাদ

সমাবেশে ওবায়দুল কাদের : হিরো আলমকে প্রার্থী রেছেন ফখরুলরা

পরের সংবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণায় ফেলো মনোনীত : মমতাজউদ্দীনকে বাউবি উপাচার্যের অভিনন্দন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সাবেক ডিন বিশিষ্ট ইতিহাসবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মমতাজউদ্দীন পাটোয়ারী ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ ২০২২’ শীর্ষক গবেষণার ফেলো হিসেবে মনোনীত হওয়ায় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গত ১ ফেব্রুয়ারি তার কার্যালয়ে ড. মমতাজউদ্দীন পাটোয়ারীকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন ড. পাটোয়ারীর এই গবেষণা কর্মের মাধ্যমে বর্তমান প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং এটাই হবে দেশ ও জাতির স্বার্থকতা। তার গবেষণা কর্মের মাধ্যমে বাউবি থেকেও অনেকে গবেষণায় অনুপ্রাণিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। গবেষণার কর্মক্ষেত্র হিসেবে বাউবিকে বেছে নেয়ায় উপাচার্য ড. পাটোয়ারীকে ধন্যবাদ জানান।
এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের সূচনা’ শীর্ষক গবেষণা কাজের জন্য বাউবি’র কেন্দ্রীয় লাইব্রেরিতে তাকে একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়