চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

হজ ও ওমরাহ কাফেলা : সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগিয়েছেন আবুল মাকারিম মো. আহমাদুল্লাহ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আবুল মাকারিম মো. আহমাদুল্লাহ। ইউটিউব এবং ফেসবুকে তুমুল সক্রিয় একজন এক্টিভিস্ট। রাসূল সা. এর জন্মভূমি হওয়ার কারণে সমগ্র বিশ্বের মুসলমানের কাছে প্রাণের চেয়েও প্রিয় ভূমি সৌদি আরব। দেশটির মক্কা-মদীনাসহ ঐতিহাসিক স্থানগুলোর অলিগলিতে পদাচারণা করে যিনি তুলে ধরেন ইসলামের গৌরবান্বিত ঐতিহ্য। ইতোমধ্যে অসংখ্য হজ এবং ওমরাহ কাফেলা সফলতার সঙ্গে পরিচালনা করেছেন। মুসল্লিদের নিয়ে তিনি যেমন সরজমিন ওইসব ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন, পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে লাইভ করার মাধ্যমে বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেন প্রাণের খোরাক। আবুল মাকারিম মো. আহমাদুল্লাহ নিজের নামেই করেছেন ইউটিউব চ্যানেল। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এখন বারো লাখ অতিক্রম করেছে। ফেসবুকেও রয়েছে তার উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার।
নিজের হজ কাফেলার মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের তিনি পেশাদারিত্বের সঙ্গে সেবা দিচ্ছেন। সুলভমূল্যে হজ ও ওমরাহ করিয়ে তিনি অনেকের সারাজীবনের স্বপ্নপূরণ করেছেন। লিখেছেন ও সম্পাদনা করেছেন বেশ কটি বইও। হজে বাইতুল্লাহ যিয়ারতে মদিনা তার উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থ। সারাজীবন ইসলামের সৌন্দর্য প্রচারে নিরন্তর কাজ করে যাওয়ার স্বপ্নই দেখেন।
আবুল মাকারিম মো. আহমাদুল্লাহ শুধু হজ ও ওমরাহ কাফেলা পরিচালনা করেন না, বরং তিনি বাংলাদেশে হজ ও ওমরাহর বিশেষ প্রশিক্ষণ চালু করে মুসল্লিদের প্রশিক্ষিত করেন, যা যুগান্তকারী পদক্ষেপ। তার ইউটিউব চ্যানেল ও পেইজে হজ ও ওমরাহর প্রশিক্ষণমূলক অনেক ভিডিও রয়েছে, যেগুলো হজেগমনেচ্ছুদের জন্য তথ্যভাণ্ডার হিসেবে কাজ করে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়