চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

দুপচাঁচিয়ায় জুট মিলের গুদামে আগুন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার এন্ড ডাইভারসিফাইট জুট মিলের পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গত রবিবার রাত সাড়ে ৯টায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার পাট পুড়ে গেছে বলে দাবি করেছেন মিল কর্তৃপক্ষ।
জুট মিলের সুপারভাইজার আরফান আলী জানান, গত রবিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে মিলে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সংযোগস্থলে ব্যারেল (ডিওএফসি) বিস্ফোরণ হয়ে বৈদ্যুতিক তারে আগুন লেগে তা গুদামের পাটের ওপরে পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে শ্রমিকসহ আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গুদামের বেশিরভাগ পাট পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত জুটমিল মালিক সুভাষ প্রসাদ কানু বলেন, বৈদ্যুতিক খুঁটির সংযোগ স্থল থেকে বিস্ফোরণের কারণে এ আগুন লেগে থাকতে পারে। এ অগ্নিকাণ্ডে গুদামে রাখা ৪৫০ টন পাটের বেশির ভাগই পুড়ে গেছে। এতে আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া স্টেশনের সাব অফিসার সুলতান আহম্মেদ বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তের পরই জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়