উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

দর বাড়ার শীর্ষে আনলিমা ইয়ার্ন

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আনলিমা ইয়ার্ন লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১৩৩ বারে ৬৮ হাজার ২৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৬.০২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানিটির শেয়ার ৩ টাকা ২০ পয়সা বা ৫.৫৭ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ই- জেনারেশন দর পতনের শীর্ষে : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। গতকাল শেয়ারটির দর ৪ টাকা ৪০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল কোম্পানিটি সর্বশেষ ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১৮ বারে ৩ লাখ ৬৭ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ টাকা। মেট্রো স্পিনিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৭.৫৮ শতাংশ কমেছে।
এদিন শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন কেবলস, ন্যাশনাল হাউজিং, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিল ও আমরা টেকনোলজি লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়