‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

মহেশখালীর পাহাড়ে অস্ত্র ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার!

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এম বশির উল্লাহ, মহেশখালী (কক্সবাজার) থেকে : মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার গহিন পাহাড় ভারিতইল্লা ঘোনা থেকে মদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে মহেশখালী থানার পুলিশ। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের ভারিতইল্লা ঘোনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে লেদ মেশিন, দেশে তৈরি অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরির লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাঁট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুজের খোসা এবং মদ তৈরির কিছু বড় ড্রাম ও জব্দ করা হয়েছে।
ওসি জানান, এ সময় ওই এলাকার আশপাশের পানের বরজে কর্মরত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সেখানে অস্ত্র তৈরি ও মদ বেচাকেনা হয়। এ কারখানায় তৈরি অস্ত্র চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয়। এই অস্ত্র ও মাদক কারখানার সঙ্গে স্থানীয় রবিউল হোসেন প্রকাশ রবি (৩৫), মনির (৩০) ও মানিক (৩৫) জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে গত ৬ মাসে মহেশখালীর বিভিন্ন পাহাড়ে এসব মাদক ও অস্ত্র তৈরির কারিগরসহ আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে সফল হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়