‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

নৌকার পালে ‘সাহায্য করুন’ : মাঝ সাগরে টমেটোর কেচাপ খেয়ে ২৪ দিন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ২৪ দিন ধরে ক্যারিবীয় সাগরে নৌকায় ভেসে ছিলেন দ্বীপরাষ্ট্র ডমিনিকার নাগরিক এলভিস ফ্রাঙ্কোইস। সঙ্গে ভারী কোনো খাবার ছিল না। কেচাপের মতো হালকা খাবার খেয়েই টিকে ছিলেন তিনি। নৌকার পালে লিখে রেখেছিলেন-‘সাহায্য করুন।’ ওই এলাকা দিয়ে চলাচলকারী একটি উড়োজাহাজে থাকা মানুষদের দৃষ্টিতে আসে লেখাটি। পরে কলম্বিয়ার পুয়ের্তো বোল উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বের সাগর এলাকা থেকে ৪৭ বছর বয়সি এলভিস ফ্রাঙ্কোইসকে উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার কলম্বিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতির বরাতে সিএনএন এমন তথ্য জানিয়েছে। কলম্বিয়ান সেনাবাহিনী ফ্রাঙ্কোইসের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি তার সে দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো খাবার ছিল না। নৌকায় শুধু এক বোতল কেচাপ, রসুন গুঁড়া এবং ম্যাগি (স্টক কিউব) ছিল। আমি কিছু পানির সঙ্গে এগুলো মিশিয়ে নিয়েছিলাম।’ ফ্রাঙ্কোইস বলেন, ডিসেম্বরে সেন্ট মার্টিন দ্বীপের নেদারল্যান্ডস অংশের কাছে নৌকার মেরামত কাজ করছিলেন তিনি। হঠাৎই বৈরী আবহাওয়ার কবলে পড়েন। নৌকাটি তখন সাগরে ভেসে যায়। ফ্রাঙ্কোইস বলেছেন, নৌ পরিচালনাসংক্রান্ত বিষয়ে তাঁর জ্ঞান কম থাকায় তিনি নৌকাটি তীরে ফিরিয়ে নিতে পারেননি। সাগরে পথ হারিয়ে ফেলেছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়