‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

ঢামেকে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেয়ার সময় প্রতারক আটক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃদ্ধা এক নারীর সঙ্গে প্রতারণা করে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেয়ার সময় বিপ্লব (৩৫) নামে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আটকের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
৭০ বছর বয়সি ভুক্তভোগী বৃদ্ধা নারী জাবেদা বেগম জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তার ছেলে জামাল কোমরের সমস্যার জন্য গত ২০ ডিসেম্বর থেকে নিউরোসার্জারি বিভাগের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গতকাল বেলা ১১টার পর তিনি ভেজা কাপড় শুকাতে ওয়ার্ড থেকে বের হয়ে ঢামেক জরুরি বিভাগ ও নতুন ভবনের মধ্যবর্তী ব্রিজে যান। সেখানে কাপড় মেলে দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লোক ও আরো ৩ নারী তার কাছে এসে খোশগল্প শুরু করে। একপর্যায়ে তার ছেলের চিকিৎসা ও অস্ত্রোপচার দ্রুত করিয়ে দেয়ার আশ্বাস দিয়ে তার কাছে টাকা দাবি করে। সরল মনে তিনি তার সঙ্গে থাকা ২২শ টাকা তাদের হাতে তুলে দেন। এরপর তারা তার কানে থাকা স্বর্ণের দুল খুলে দিতে বলেন। তাদের কথামতো তিনি দুল জোড়াও খুলে তাদের হাতে দেন। বিষয়টি দেখে স্থানীয় অ্যাম্বুলেন্সচালক, স্টাফদের সন্দেহ হলে তারা ওই লোককে ধরে ফেলে। তবে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান ওই ৩ নারী প্রতারক। পরবর্তীতে বিপ্লব নামে ওই প্রতারককে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যান তারা।
এ বিষয়ে শাহবাগ থানার এস আই সুব্রত দেবনাথ জানান, অভিযোগ পেয়ে হাসপাতাল থেকে ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি প্রতারণার মাধ্যমে ওই বৃদ্ধার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে জানা গেছে। তার সঙ্গে আরো ৩ নারী প্রতারক ছিলেন বলেও জানা গেছে। তাদের শনাক্তের চষ্টে চলছে। এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে মামলা দায়ের করবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়