‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

কারামুক্ত হলেন বিএনপি নেতা খোকন-মিলন

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার দুপুর সোয়া ২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক। তিনি জানান, খোকন ও মিলনের জামিননামা মঙ্গলবার কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজকে (বুধবার) তারা মুক্তি পান। এ সময় দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলনও গ্রেপ্তার হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়