হাইকোর্টে বিএনপি নেতা খোকন ও মিলনের জামিন

আগের সংবাদ

ভোটের আগাম প্রচারে আ.লীগ : সভা-সমাবেশে উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে

পরের সংবাদ

পীরগাছায় ফ্রি মোবাইল থেরাপি ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় দুই দিনব্যাপী বিনামূল্যে মোবাইল থেরাপি ক্যাম্পেইনের উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বকসীর দীঘি বাজারে এ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুরের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্মা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক। উপজেলা প্রশাসন ও জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র রংপুরের আয়োজনে এবং দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের প্রথম দিন শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধী রোগীকে চিকিৎসা প্রদান এবং ৫০ জন রোগীকে থেরাপি প্রদান করা হয়। এ সময় দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহাগ, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম মিয়া, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, ব্যবসায়ী রিপন মিয়া, চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়েদা বেগম, সাকে ইউপি সদস্য জহুরুল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়