প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় : শিক্ষক প্রতুল চাকমা আর নেই

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পতুল চাকমা আর নেই। গতকাল রবিবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে তিনি মারা যান বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন।
সকাল ৯টার দিকে তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করলে তাকে প্রথমে মহালছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে খাগড়াছড়ি অথবা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আত্মীয়স্বজনরা তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই নাবালক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ সোমবার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়