প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী : সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বহু বাধাবিঘœ জেল-জুলুম-হত্যা মোকাবিলা করে গত তিন দশকে নির্মূল কমিটি ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের বৃহত্তম সংগঠনে পরিণত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শনিবার বিকালে নগরীর জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বিএনপির মদদে ’৭১-এর গণহত্যাকারী, মৌলবাদী সা¤প্রদায়িক জামায়াত-শিবির চক্র এখনো মহাদর্পে রাজনীতির অঙ্গণে বিচরণ করছে। শুধু তাই নয় একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে মুক্তিযুদ্ধের চেতনার উপর তারা বার বার আঘাত করছে। বিশেষভাবে মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত বাঙালির আবহমান সংস্কৃতি ও ঐতিহ্য জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের উপর্যুপরি তাণ্ডব ও হামলায় বিপণ্ন হয়ে পড়েছে। তাই সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তির মোকাবিলা করতে হবে।
সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি, চট্টগ্রামের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীরমুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, নারীনেত্রী নূরজাহান খান। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের অষ্টম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শওকত বাঙালি, জেলা নির্মূল কমিটি নেতা দীপংকর চৌধুরী কাজল, শৈবাল চৌধুরী, হেলাল উদ্দিন যুব, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, প্রফেসর ড. মোজাহেরুল আলম, আহমেদ কুতুব, জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াড জাগরণ-এর আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে ড. অনুপম সেন বলেন, ’৭৫ পরবর্তী ভয়ঙ্কর দুঃসময়ে শহীদ জননী জাহানার ইমাম ভুলে যাওয়া মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করেছিলেন। জাগরণকে শক্তিশালী সাংগঠনিক কাঠামোর উপর দাঁড় করানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে স্বাধীনতাবিরোধী মৌলবাদী ও সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য প্রসারে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সাংস্কৃতিক আয়োজনে গণসংগীত পরিবেশন করে উদীচী, চট্টগ্রাম এবং আবৃত্তিতে অংশ নেয় উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও স্বপ্নযাত্রীর সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী উমেসিং মারমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়