মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

আগের সংবাদ

৫০ বছরের অংশীদারিত্ব উদযাপনকালে বিশ্বব্যাংক এমডি : বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সর্ম্পক নতুন মাইলফলকে

পরের সংবাদ

পল্লবী থেকে সাংবাদিকের পচনশীল লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকার একটি বাসা থেকে বিপ্লব জামান (৬৫) নামে এক সাংবাদিকের পচনশীল লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা পরামর্শক ছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, সাতদিন ধরে তার খোঁজ পাচ্ছিলেন না পরিচিতজনরা। এ সময়ে তার ফোনও বন্ধ ছিল।
পুলিশ বলছে, বাসাটি থেকে পচা গন্ধ বের হলে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। এ সময় বাসাটির দরজা ভেতর দিয়ে লাগানো ছিল।
জানা গেছে, বিপ্লব জামান ওই বাসায় একাই থাকতেন। ফ্ল্যাটটির মালিক রফিকুল ইসলাম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাবেক জ্যেষ্ঠ বার্তা পরামর্শক। তিনি জানান, বিপ্লব জামানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকার অন্য এলাকায় থাকেন। বিপ্লব জামানের মৃত্যুর খবরে তারা বাসাটিতে এসেছেন।
সাংবাদিক বিপ্লব জামানের মৃত্যুর বিষয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আনিসুর রহমান জানান, সাত দিন ধরে বিপ্লব জামান অফিসে আসেননি। তার মুঠোফোনে ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। গতকাল সন্ধ্যায় জানা গেছে, তিনি মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে জানা সম্ভব হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকার একটি বাসায় মারা গেছেন বিপ্লব জামান। তার ঘর থেকে পচা গন্ধ আসছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। ওসি আরো জানান, পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আসার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়