মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

আগের সংবাদ

৫০ বছরের অংশীদারিত্ব উদযাপনকালে বিশ্বব্যাংক এমডি : বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সর্ম্পক নতুন মাইলফলকে

পরের সংবাদ

দেশের দুরবস্থার জন্য আওয়ামী লীগ-বিএনপি দায়ী : চুন্নু

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী। তিনি বলেন, ১৯৯০ সালে জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। এ অবস্থায় দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। গতকাল শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের জনগণ আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে চুন্নু বলেন, দেশের এই ক্রান্তিকালে জাতীয় পার্টিই পারবে একমাত্র গণতান্ত্রিক, সুশাসন আর টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত একটি দেশ উপহার দিতে। এজন্যই দেশের মানুষ জাতীয় পার্টিকেই ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠাতে উন্মুখ হয়ে আছে। এদিন জাপা মহাসচিবের হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো. মাশরেকুল আজম রবি (লিটন), মো. হাসান মিয়া, প্রকৌশলী ইবনে আজম ও ছাত্রনেতা মো. মুসা ইবনে আজম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়