সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

শিল্পাঙ্গনে কালিদাসের প্রদর্শনী শুরু

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সগৌরবে ফিরলেন শিল্পী কালিদাস কর্মকার। সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে রিকারেন্স শিরোনামে কালিদাসের ৭৩তম একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাঙ্গনের ট্রাস্টি ও শিল্প সংগ্রাহক নিও জি মেন্ডেস। শিল্পীর কাজ সম্পর্কে আলোচনা করেন লেখক, সমালোচক ও কিউরেটর মুস্তফা জামান। বক্তব্য দেন শিল্পীর মেয়ে কনকা কর্মকার। বাংলাদেশে নতুন ধারার শিল্প আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন শিল্পী কালিদাস কর্মকার। ইউরোপীয় আধুনিক ঘরানার শিল্পী হয়েও ভোলেননি নিজ মাটি ও শেকড়। ছাপচিত্র, স্থাপনা ও মিশ্র মাধ্যমে তার নিরীক্ষাপ্রবণ কাজগুলো এদেশের শিল্পবোদ্ধাদের জন্য চিরস্মরণীয়। এভাবেই কালিদাস এঁকেছেন মনের অব্যক্ত কথামালা, কখনো নিজের প্রতিকৃতি, কখনো বা দেশমাতৃকাকে। ছাপচিত্রের বিবিধকরণ কৌশল নিয়ে তার মেধা এতই বিস্তৃত যে, দেশের মুদ্রণ শিল্পের বিকাশেও তার নানান নীরিক্ষা ছিল অনন্য। তার এই স্বকীয় বৈশিষ্ট্যেই তিনি আছেন, বারবার ফিরে আসেন। শিল্পাঙ্গনে এবারের প্রদর্শনীতে শিল্পীর ৪৯টি চিত্রকর্ম স্থান পেয়েছে। রয়েছে পেইন্টিং, এচিং, ড্রইং, উডব্লক প্রিন্ট ও মিশ্র মাধ্যমের কাজ।
প্রদর্শনী চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়