সমাজকল্যাণমন্ত্রী : ভিক্ষুক নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে মোবাইল কোর্ট

আগের সংবাদ

বৈশ্বিক সংকটে চাপা প্রত্যাবাসন : রোহিঙ্গা শরণার্থী

পরের সংবাদ

কর্ণফুলীর পাড়ে নতুন তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : কর্ণফুলী নদীর পাড়ে নতুন করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় নতুনভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও এস. এম. এন. জামিউল হিকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, নদীর তীরে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা দখলদারীদের সর্তক করা হয়েছে। দখলদার কাউকেই ছাড় দেয়া হবে না। নদীর পাড় জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত নভেম্বরে মানববন্ধন করে এক সপ্তাহের মধ্যে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে আলটিমেটাম দিয়েছিল চট্টগ্রাম নদী খাল রক্ষা আন্দোলন। দাবি মানা না হলে আদালত অবমাননার অভিযোগ আনার হুঁশিয়ারিও দিয়েছিলেন সংগঠনটির নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়