আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে, ১৮৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আইটি কনসালন্টেসের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার আইটিকনসালন্টেসের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্স ৯ দশমিক ৯৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৮ দশমিক ৭৩ শতাংশ, সিটি জেনারেলে ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭২ শতাংশ, ইনটেকের ৭ দশমিক ৬৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, গেøাবাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৯ শতাংশ, জেনেক্স ইনফুসিসের ৫ দশমিক ৫৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৫, কর্ণফুলী কোম্পানি ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৩৪ শতাংশ দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়