আইনমন্ত্রী : মানবাধিকারের উন্নতি হওয়ায় র‌্যাব নতুন নিষেধাজ্ঞায় পড়েনি

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাসী-জঙ্গি একাকার : স্থানীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজস, দুর্গম হওয়ায় অভিযান চালানো কঠিন

পরের সংবাদ

এফএসআইবিএলের অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. (এফএসআইবিএল)-এর ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসারদের নিয়ে ৬৭তম ও ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যতœবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম আমজাদ হুসাইন ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে দুই ব্যাচে ব্যাংকের নতুন নিয়োগ প্রাপ্ত ৭০ জন ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়