দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাৎ আইএমএফ ডিএমডির

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে এ বিষয়ে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন উপাচার্য। তিনি বলেন, সাক্ষাতের বিষয়টি স্বাভাবিক। আমাদের অর্থনীতি বিভাগের সহকর্মীদের সঙ্গে তার পরিচয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যেহেতু ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় তাই আগ্রহের কারণে তিনি সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আমি তাকে আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দিয়েছি।
উপাচার্য আরো বলেন, আমি বলেছি এখানে ৪০ হাজার নিয়মিত শিক্ষার্থী ও দুই হাজার শিক্ষক রয়েছে। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি অর্থায়নে এটি পরিচালিত হয়। সাক্ষাৎকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত এ ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, যা খুবই প্রশংসনীয়।

উল্লেখ্য, সৌজন্য সাক্ষাৎ শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অর্থনীতি বিভাগের শিক্ষক ও মাস্টার্সের শিক্ষার্থীদের সঙ্গে একটি সেশনে যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়