দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু নেই : হাসপাতালে ভর্তি আরো ১২ রোগী

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায়ও দেশে ডেঙ্গু আক্রান্ত কারোর মৃত্যু হয়নি। আর এই জ¦রে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগের দিন সোমবারও ডেঙ্গুতে কারোর মৃত্যু হয়নি। রোগীর সংখ্যা ছিল ১৩ জন। রবিবার ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়। আর রোগীর সংখ্যা ছিল ২২ জন।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২ রোগীর মধ্যে ৫ জন ঢাকার এবং ৭ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৩ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন। এই জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮১ জন। চলতি জানুয়ারি মাসের ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। আর ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় ৯ জানুয়ারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়