দুদক মামলা : আদালতে হাজিরা দিলেন আব্বাস দম্পতি

আগের সংবাদ

শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম > সবচেয়ে বেশি বাড়ছে ক্ষুদ্রশিল্পে, মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে : বিশেষজ্ঞদের অভিমত

পরের সংবাদ

আরএফইডির নতুন সভাপতি সাইদুর সম্পাদক হিমেল

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, তিনি ভোট পেয়েছেন ৩৪, আর তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সদ্য বিদায়ী সভাপতি সোমা ইসলাম পেয়েছেন ২৩ ভোট। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪ এর মুকিমুল আহসান হিমেল (২৬ ভোট)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানী পেয়েছেন ১৮ ভোট।
গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আশিষ সৈকত। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর জুয়েল। আরএফইডি মোট ভোটার ৬০ জন, সবাই ভোট দিয়েছেন, একটি ভোট বাতিল হয়, ৫৯টি ভোট বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সহসভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বৈশাখী টিভির কাজী ফরিদ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আরটিভির আতিকা রহমান পেয়েছেন ১৭ ভোট। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ এর আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ঢাকা পোস্টের সাঈদ রিপন পেয়েছেন ২০ ভোট। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন মানব জমিনের মো. সিরাজুস সালেকীন চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিউজবাংলার খায়রুল ইসলাম বাশার ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী পেয়েছেন ডেইলি সানের মুহিবুল জামান পেয়েছেন ২৪ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্ব›িদ্বতায়। তবে সদস্য পদের ধারাক্রমের জন্য ভোটগ্রহণ করা হয়।
এই পদের প্রার্থীরা হলেন- দৈনিক প্রতিদিনের সংবাদ গাজী শাহনেওয়াজ (৩৮ ভোট), ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ (৩৬ ভোট), ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু (৩১ ভোট), বাংলাভিশন সৈকত সাদিক (৩০ ভোট) ও নয়াদিগন্তের হামিদ সরকার (২৯ ভোট)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়