পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

মেয়র আনিছুর : নন্দীগ্রামে কেউ শীতবস্ত্রবঞ্চিত থাকবে না

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলা এবং পৌরসভা এলাকার শীতার্ত মানুষেরা শীতবস্ত্র থেকে বঞ্চিত থাকবে না। শীতার্ত মানুষের সংখ্যা বেশি, সে তুলনায় বরাদ্দ অনেক কম। প্রতিবন্ধী, বিধবা, এতিম, রিকশা-ভ্যান চালকসহ অসহায় দরিদ্র মানুষের তালিকা করে যাচাই-বাছাইপূর্বক পর্যায়ক্রমে সবাইকে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। গতকাল রবিবার বিকালে ১৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান এসব কথা বলেন।
পৌরসভার রাজস্ব অর্থায়নে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে উপজেলা আওয়ামী লীগ শীতার্তদের পাশে থাকবে। সেই সঙ্গে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মেয়র আনিছুর রহমান।
পৌরসভা চত্বরে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফিরোজুর রহমান, পৌরসভার কাউন্সিলর আবু সাঈদ মিলন, রফিকুল ইসলাম অপু, সাইদুল ইসলাম মিলন, ববিতা বেগম, নুরনাহার মিষ্টি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক তানসেন আলী মন্টু, রাসেল মাহমুদ, মিজানুর রহমান মুকুল, রাইসুল ইসলাম রাসেল, হাফছা খাতুন, পৌর ছাত্রলীগ নেতা আল জাহিদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়