পদ্মা সেতু : মোটরসাইকেল চলাচল চেয়ে হাইকোর্টে রিট

আগের সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপে অপ্রতিরোধ্য টাইগ্রেসরা

পরের সংবাদ

কিডনি হারানোর গল্পে ‘কেবিন নাম্বার ৫০৭’

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি। শুধু চাকরিই না, হারিয়েছেন প্রেমিকাকেও। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। জরুরিভিত্তিতে তাকে অপারেশন করানো প্রয়োজন। কিন্তু দরকার এক লাখ টাকা। কিন্তু কেউ তাকে টাকা দিচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে। তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। সেই সিদ্ধান্তে নিজের কিডনি বিক্রি করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এক অজানা কথা। সেই অজানা কথার ওপর ভিত্তি করে সামনে আসে প্রাক্তন প্রেমিকা হেলেন। ঘটতে থাকে একের পর এক রহস্যজনক ঘটনা। এমনি একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কেবিন নাম্বার ৫০৭’। কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। নুরুন্নবী তরুণের চিত্রগ্রহণে নাটকটি প্রযোজনা করেছে মাইজদীটেইনমেন্ট। রকি চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও হেলেন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। আরো অভিনয় করেছেন মিলি বাসার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনিন শবনব, মাইশা আলভী, জেকিসহ আরো অনেকে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়