আ.লীগ নেতা টিপু হত্যার প্রতিবেদন পেছাল

আগের সংবাদ

মাদকের বিরুদ্ধে ‘নতুন যুদ্ধ’ : তালিকায় ৯৩ শীর্ষ মাদক কারবারি, এক লাখ মাদকাসক্ত, জনসচেতনতা বাড়াতে প্রস্তুত অ্যাপ

পরের সংবাদ

শিল্পকলায় শুরু হলো যাত্রা উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজনে যাত্রা উৎসব-২০২৩ শুরু হয়েছে। এটি উৎসবের ১৪তম আসর।
গতকাল বৃহস্পতিবার একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে শুরু হয় ছয় দিনের এই যাত্রা উৎসব। এই উৎসবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৩৬টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চস্থ হবে।
প্রথমদিনের আসরে অংশ নেয় গোপালগঞ্জের মনিষা অপেরা, জামালপুরের নিউ বাংলার মুখ নাট্য সংস্থা, শেরপুরের আয়নাল অপেরা, রাজন অপেরা। আজ শুক্রবার টাঙ্গাইলের বংশাই অপেরা, জামালপুরের নিউ শিলা নাট্য সংস্থা, নিউ রহীম নাট্য সংস্থা, যশোরের বঙ্গবাণী অপেরা, তুষার অপেরা, ঢাকার জাগ্রত নাট্য গোষ্ঠীর যাত্রাপালা মঞ্চায়ন হবে। নাট্য, সাহিত্য ও যাত্রাব্যক্তিত্বসহ যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন করা হবে। যাত্রাপালা মূল্যায়নকারী সম্মানিত সদস্যরা হলেন- খায়রুজাহান মিতু, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, ইউসুফ হাসান অর্ক, তামান্না হক সিগমা।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৩টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৫৫টি যাত্রাদলকে নিবন্ধন করেছে এবং বিভিন্ন অভিযোগে ৯টি যাত্রাদলের নিবন্ধন বাতিল করা হয়েছে।
আগামী ১৭ জানুয়ারি শেষ হবে এবারের যাত্রা উৎসব। যাত্রাপালাগুলো দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়