সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

সোলেদারের নিয়ন্ত্রণ নেয়ার দাবি রাশিয়ার ‘ভাড়াটে’ সেনাদের

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পূর্ব ইউক্রেনের লবণখনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠী ওয়াগনার গ্রুপ। কিন্তু এর আগে কিয়েভ দাবি করেছিল তাদের সেনারা শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারলে তা রাশিয়ার জন্য সুবিধাজনক হবে। কারণ, রুশ বাহিনীর লক্ষ্য সোলেদারের কাছের শহর বাখমুট দখলে নেয়া। আর বাখমুট দখলে নিতে পারলে সেটি হবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পথে রাশিয়ার জন্য বড় ধরনের অগ্রগতি। রুশ বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মিত্র ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াগনার ইউনিট। শহরের কেন্দ্রস্থলে উত্তপ্ত পরিস্থিতিতে লড়াই চলছে। বিস্তারিত আর না জানিয়ে তিনি বলেছেন, ‘আগামীকাল বন্দিদের সংখ্যা ঘোষণা করা হবে।’
সোলেদার ও এর বিশাল লবণ খনিগুলোর দখল রাশিয়ার জন্য সামরিক ও বাণিজ্যিকভাবে মূল্যবান হবে। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ৪ দিন ধরে রুশ বাহিনী এবং ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধারা এগিয়ে আসার পর এখন সোলেদারের বেশিরভাগই সম্ভবত তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।
যদিও প্রিগোজিন দাবি করেছেন, সোলেদারের পুরো অঞ্চল ওয়াগনার বাহিনী নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু শহরের কেন্দ্রস্থলে লড়াই চলছে। তার এ বক্তব্যে সেখানে রাশিয়ার নিয়ন্ত্রণ এখনো সম্পূর্ণ হয়নি বলে ধারণা পাওয়া যাচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ পরে এক প্রতিবেদনে জানায়, ‘তীব্র লড়াইয়ের’ পর ওয়াগনার গোষ্ঠী সোলেদারের লবণ খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।
ইউরোপের বৃহত্তম এ লবণ খনিগুলোর অবস্থান শহরের প্রান্তের দিকে। প্রিগোজিন সম্ভবত ওই এলাকার খনিগুলোর ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়