সংসদে অর্থমন্ত্রী : গত বছরের ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯.৫৮ বিলিয়ন ডলার

আগের সংবাদ

তারল্য সংকটে বিপাকে ব্যাংক : সংকট উত্তরণে দরকার দৃশ্যমান রাজনৈতিক অঙ্গীকার, এখনই সমাধান না করলে সংকট আরো গভীর হবে

পরের সংবাদ

রাজধানীতে পরিবেশ মহাসমাবেশ কাল

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল শুক্রবার পরিবেশ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই সম্মেলনে সারাদেশ থেকে সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নেবেন। পরদিন ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে ‘বাংলাদেশের হাওড়, নদী, ও বিল : সমস্যা ও প্রতিকার’ বিষয়ক বিশেষ সম্মেলন হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুদিনের ওই কর্মসূচি তুলে ধরা হয়। পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাপা’র সহসভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাপার সহসভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, বেনের বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপার কেন্দ্রীয় নেতা ড. শহীদুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার, পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলমগীর কবির প্রমুখ। সংবাদ সম্মেলনে সমাবেশ ও সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য, আয়োজন ও ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ড. নজরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশবাদিদের দাবি ও সুপারিশ গুটিকতক মানুষের জন্য নয়। সারাদেশের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। সেটি বোঝানোর জন্যই এবার সম্মেলনের পাশাপাশি সমাবেশের আয়োজন করা হয়েছে। এর আগে সারাদেশে বিভাগীয় সমাবেশ হয়েছে। সেখান থেকে মাঠ পর্যায়ের দাবিগুলো একত্রিত করা হয়েছে। যা ওই সম্মেলনে তুলে ধরা হবে। বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, এবারের সম্মেলন ও সমাবেশে হাওড়, নদী ও বিলের সমস্যাগুলোর পাশাপাশি দেশের পরিবেশ সংকটের বিষয়গুলো তুলে ধরা হবে। কারণ একটা দেশের সম্পদ হলো নদী ও জলাভূমি। এর সঙ্গে মানুষের জীবনযাত্রা অনেক দিক থেকে সম্পর্কিত। তাই নদনদী ও জলাভূমিকে দখল ও দুষণের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। দূষণ বিরোধী চলমান কার্যক্রমগুলো জোরদার করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়