ঢাকা-ওয়াশিংটন : রোহিঙ্গা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

আগের সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি : শিক্ষার্থী পায়নি ২০০ প্রতিষ্ঠান

পরের সংবাদ

ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব : ৪র্থ ইনডাকশন ও ইনস্টলেশন অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর ‘৪র্থ ইনডাকশন ও ইনস্টলেশন’ অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ৩১৫এ১-এর ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন ইঞ্জি. মোস্তফা কামাল, পিএমজেএফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি
এমবাসেডর অব গুডউইল এবং চেয়ারম্যান বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন লায়ন একেএম রেজাউল হক, এমজেএফ, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন ডা. দেওয়ান মো. সালাউদ্দীন, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া এমজেএফ, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট গর্ভনর অনারারি কমিটি লায়ন ড. শহীদুল ইসলাম এমজেএফ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া কেবিনেট সেক্রেটারি লায়ন নিয়াজ উদ্দীন ভূঁইয়া এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন জাহঙ্গীর আলম পিএমজেএফ, কনভেনশন চেয়ারপারসন লায়ন নওযাত সারোয়াত ইসলাম পিএমজেএফ, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর বাংলাদেশ লায়ন ইঞ্জি. আকরাম উজ জামান এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট লায়ন মো. লোকমান হাকিম মানিক ইনস্টলেশন পর্বে সভাপতিত্ব করেন এবং ঢাকা এঞ্জেল লায়ন্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও ক্লাব এডমিনিস্টেটর লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ পরিচিতি পর্বের সঞ্চালনা করেন।
এছাড়া ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাসিমা পারভীন অনুষ্ঠানের ২য় পর্বে সভাপতিত্ব করেন এবং মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন কাজী ইমতিয়াজ উদ্দীন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা ও আনুগত্যের শপথ পাঠ করান। অনুষ্ঠানে “৪র্থ ইনস্টলেশন” উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়