প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

আগের সংবাদ

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি : অনিশ্চয়তায় ২১ হাজার শিক্ষার্থী

পরের সংবাদ

সাতক্ষীরায় কৃষিমন্ত্রী : আ.লীগকে আন্দোলন করে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মসিউর রহমান ফিরোজ, সাতক্ষীরা থেকে : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রতি বছর বিদেশ থেকে ভোজ্যতেল আমদানি করতে সরকারের ব্যয় হয় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। এদেশের মানুষ আগে সরিষার তেল খেত। কেউ পাম তেল চিনতও না। কেউ সরিষার তেল চিনত না। দেশের সরিষা দিয়েই তেলের চাহিদা মিটত। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা উপজেলার হেলাতলা মৌজার সরিষা মাঠে স্থানীয় মৌ-চাষি কবিরুল ইসলামের ফার্ম পরিদর্শন শেষে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ আদনান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহসভাপতি ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়